নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
এবারের অমর একুশে বইমেলায় একুশের দিনেই আসছে লিওয়াজা আক্তার এর নতুন উপন্যাস বই ‘নৈঃশব্দ্যের সংহার’। বন্দি জীবনের অজানা কিছু নিরবিচ্ছিন্ন ঘটনা দিয়ে সাজানো হয়েছে বইটি।
‘নৈঃশব্দ্যের সংহার’ উপন্যাসটি প্রকাশিত হয়েছে আত্মোন্নয়নমূলক ও সৃজনশীল বইয়ের জনপ্রিয় প্রকাশন ‘মুক্তদেশ প্রকাশন’ থেকে।
বইমেলায় বইটি পাওয়া যাবে প্রকাশনীর ৫৪৯-৫৫০ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। উপন্যাস বইটির প্রচ্ছদ মূল্য ২৭০ টাকা। কিন্তু মেলায় বইটি পাঠক সংগ্রহ করতে পারবেন ২৫% ছাড়কৃত মূল্য ২০০ টাকাতেই।
লিওয়াজা আক্তার বলেন, উপন্যাস ‘নৈঃশব্দ্যের সংহার’ সময়ের না বলা কিছু কথার প্রতিক্রিয়া মাত্রই।
সাধারণের বাইরে অজানা ঘটনাবলির আলোকেই বইটিকে সমৃদ্ধ করার প্রয়াস চালিয়েছি। বাকীটা পাঠক বলতে পারবে কতটুকু তাদেরকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছি, জীবনের সাথে সময়ের আলিঙ্গনে সুখ দুখের বয়ে যাওয়া সংলাপের জালে আবদ্ধ হয়ে।
২০১৫ সালে লিওয়াজা আক্তার এর প্রথম বই বের হয় ‘লাল স্বপ্ন নীল স্বপ্ন’ নামক গল্পগ্রন্থ দিয়ে। এরপর কাব্য গ্রন্থ ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি বের হয় ২০১৭ সালে। এরই ধারা বাহিকতায় ২০১৮ সালে তার লেখা প্রথম উপন্যাস ‘কাজিয়া’ বের হয়। কিছু সময় বিরতি নিয়ে তার দ্বিতীয় কাব্য গ্রন্থ প্রকাশিত হয় ২০২১ সালে ‘লিওরিকা একজন প্রাক্তন’ এবং ২০২২ সালে তৃতীয় কাব্যগ্রন্থ ‘কবির কবিতায় কল্পনা কবি’ বের হয়।
লিওয়াজা আক্তার এর জন্ম যশোর জেলায়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করা এই লেখক এখন যুক্ত আছেন অভিনয়, নির্দেশনা, গীতিকার এবং নিজের ইউটিউব চ্যানেলসহ অন্যান্য সামাজিক অনলাইন ব্যস্ততা নিয়ে।