এম আনোয়ার, মিরসরাই প্রতিনিধি, স্বদেশনিউজ২৪:
মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা, অধ্যাপক ডা. মো. জামসেদ আলম রচিত ৩টি বই একজন ছাত্রের যুদ্ধযাত্রা, নির্বাচিত প্রবন্ধ ও চৈত্রের পদাবলি’র আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার মিরসরাই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে এবং মিরসরাই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সাইফুল হক সিরাজীর ও মিরসরাই মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন সবুজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. আলা উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সনোলজিস্ট ডা. আফরোজা আলম, লেখক ও গবেষক ডা. এস এম নিয়াজ মাওলা, মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শারফুদ্দিন কাশ্মীর। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক অধ্যাপিকা সালমা সিদ্দিকী। আলোচক হিসেবে গ্রন্থের উপর আলোচনা করেন জাগৃতি প্রকাশনীর সতাধিকারী ডা. রাজিয়া রহমান জলি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাজহারুল হক, আনোয়ারুল হক চৌধুরী, সাংবাদিক মাহবুুবুর রহমান পলাশ, রাজীব মজুমদার, এম আনোয়ার হোসেন, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন,শিক্ষক আবু নাছের, নাট্যকার মাঈন উদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, এসএম মাজহার উল্ল্যাহ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম আজাদ, অধ্যাপক আকতারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে মিরসরাই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ, জাগৃতি প্রকাশনী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সুফিয়া ইসলামিক রিসার্চ একাডেমি, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো.জামসেদ আলমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অধ্যাপক ডা.মো. জামসেদ আলম রচিত নির্বাচিত প্রবন্ধ গ্রন্থের উপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ১৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।