মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় জুবায়েদ হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর রোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়েদ হোসেন মঘাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জালাল আহাম্মেদ বাড়ির রাসেল হোসেনের পুত্র। জুবায়েদ শরিয়তপাড়া ফজলুল উলুম তালিমুল কোরআন মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা আহম্মেদ জনি বলেন, রোববার বিকালে জুবায়েদসহ তার সহপাঠীরা মিলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর রোড়ের পাশে খেলা করছিল। এসময় তিনটি মোটরসাইকেল দ্রুতগতিতে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিল। জুবায়েদ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এসময় একটি মোটরসাইকেল জুবায়েদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে। প্রায়ই অতিরিক্ত গতির কারণে এখানে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহত জুবায়েদের পরিবারের লিখিত আবেদনে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *