কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
“আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” এই স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের আওতায় উপজেলা টাস্কফোর্স কমিটির তালিকা অনুযায়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ৭৫১টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভূমি সহ আশ্রয়নের ঘর প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চর এলাহী ইউনিয়নে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সর্বশেষ ৭১ টি ঘর বাছাইকৃত ভূমিহীন ও গৃহীনদের মাঝে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন প্রমূখ।
প্রধানমন্ত্রীর নিবিড় তত্ত্বাবধানে দুর্গম চরাঞ্চলে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১৭৭ টি,দ্বীতিয় পর্যায়ে ১৯৬টি ও তৃতীয় পর্যায়ে ৩৭৮ টি সহ উপজেলায় ১৯টি জায়গায় ৭৫১টি ঘর নির্মাণ করা হয়।
নদী ভাঙ্গনের কবলে পড়ে উপজেলার চরএলাহী ইউনিয়নে ভিটে-মাটি হারা পরিবারদের জন্য চরএলাহী বাজারে ৪৪টি,গাংচিল জাইকা সেন্টারে ৬টি,চরএলাহী চান্দু মার্কেট মোড়ে ২৫টি,চরকলমী আশ্রয়ন প্রকল্পে ২৪১টি,৫নং সুইচ গেট আশ্রয়ন প্রকলপে ৩৪টি,চরকলমী চান্দু মার্কেট ৪৩টি,
সর্বমোট চরএলাহী ইউনিয়নে ৩৯৩টি ঘর নির্মাণ করা হয়।
এছাড়াও উপজেলার চরহাজারী আবু মাঝির হাট স্কুলের পাশে ২৮টি, রামপুর ৫নং ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্পে ২২টি, রামপুর কমিউনিটি ক্লিনিক আশ্রয়ণ প্রকল্পে ৩৪টি, মুছাপুর বাগদারা বাজারে ১৩০টি, মুছাপুর বাংলাবাজারে ৩টি, চরফকিরা বেড়িবাঁধে ৩৫টি, চরফকিরা গুচ্ছগ্রাম সাইক্লোন সেন্টার সংলগ্ন ১৭টি, চরপার্বতী জনতা বাজারে ৭টি,চরপার্বতী মৌলভী বাজারে ৩৫টি, মৌলভী বাজার বেড়িবাঁধে ২১টি, সিরাজপুর গহিরার দিঘির পাড়ে ১৩টি, সিরাজপুর ব্রিক ফিল্ডের পাশে ৯টি, চরফকিরা বটতলায় ৪টি ঘর নির্মাণ করা হয়।
প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণে আশ্রয় পেয়ে আবেগ আপ্লুত হয়ে উপকারভোগী সালেহা বেগম বলেন, স্বামী হারা সংসারে ছেলে-মেয়ে নিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষের দূয়ারে দূয়ারে ফিরেছি, জীবনের শেষ মূহুর্তে এসে পরিবারের সবাইকে নিয়ে একসাথে এত সুন্দর একটি ঘরে থাকতে পারবো তা কখনো ভাবিনি,প্রধানমন্ত্রীর এমন উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আকাশের দিকে দু’হাত তুলে চিৎকার করে কাঁদতে দেখা যায় এই সালেহা বেগমকে।