লোহাগড়ায় সাহিত্য মেলার উদ্ধোধন

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়ালই) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী (বৃহস্পতিবার ও শুক্রবার) সাহিত্য মেলা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ মেলার উদ্ধোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। পরে এক আলচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠতি হয়।
বিশেষ অতিথি ছিলন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আাসাদুজ্জামান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জাম প্রমুখ।
আগামীকাল শুক্রবার পর্যন্তু সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্তু মেলার স্টল খোলা থাকবে। এ সাহিত্য মেলায় ৩০ টি স্টল অংশ নিয়েছেন। এর মধ্যে অন্যতম রামনারায়ন পাবলিক লাইব্রেরী, ডক্টর ওয়াহিদ পাঠাগার, শ্রেষ্টা শাকিরা পাঠাগার ও শেখ নুরুজ্জামান পাবলিক লাইব্রেরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *