কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ত্রিভঙ্গ মজুমদার তার পাশ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক উৎপল মজুমদারের বিরুদ্ধে তার বশত ঘর থেকে উচ্ছেদের অভিযোগ করেছেন।
ত্রিভঙ্গ মজুমদার বলেন, আমার পিতা মতি লাল মজুমদার ১৯৮৫ সালে বাসুদেব ও সহদেব মজুমদার থেকে ৮শতাংশ জায়গা খরিদ করেন। এ খরিদীয় সম্পত্তিতে আমরা বাড়ি ঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করে আসছি। কিন্তু পার্শ্ববতী উৎপল মজুমদারের আমার সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পড়ে। তার ছেলে পুলিশে চাকুরী করার সুবাদে তিনি প্রভাব খাটিয়ে জোর করে আমার সম্পত্তি দখলের পায়তারা করতেছেন। আমাকে আমার বশত বাড়ি থেকে উচ্ছেদের পরিকল্পনা করতেছেন। উৎপল মজুমদার আমার সীমানার মধ্যে গাছ কেটে নিয়ে যায়। নারিকেল গাছ থেকে নারিকেল নিয়ে যায়। সে অত্যান্ত প্রভাবশালী, সে প্রতিনিয়ত আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। ফলে আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।
এ ব্যাপারে পার্শ্ববতী বাড়ির বাসিন্দা উৎপল মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনি হুমকি-ধমকির অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দাগে আমার ওয়ারিশীয় ও খরিদকৃত সম্পত্তি আছে। ত্রিভঙ্গ মজুমদারের ক্রয়কৃত সম্পত্তির পরিমান ০৮.০০ শতাংশ। কিন্তু তিনি ৯.৫০শতাংশ দখল করে আছেন। দখলকৃত সম্পত্তির মধ্যে ১.৫০শতাংশ সম্পত্তি আমার।
স্থানীয় ৮নং ওয়ার্ডের মেম্বার ইকবাল হোসেন বলেন, আমরা নিরপেক্ষ আমিন দিয়ে ৩দিন এ জায়গা পরিমাপ করেছি। পরবর্তীতে বৃষ্টির কারণে মাপা যায়নি। একটু সুবিধা হলে জায়গা মেপে যার যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়া হইবে।