বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় বরগুনায় ১৬টি স্টলের অংশ গ্রহণ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারার পসরা বসিয়ে সপ্তাহ ব্যাপী এ মেলায় বরগুনায় প্রায় ১৬ টি স্টল অংশ নিয়েছে । এদের মধ্যে বরিশাল গুটিয়ার আসলাম হোসেনের বায়তুল আমান নার্সারি , মোস্তাকিম ছাবেরের কহিনুর নার্সারি ,পিরোজপুরের আঃ মালেকের আবু সুফিয়ান নার্সারি, স্বরুপ কাঠির সোহাগ মিয়ার হালিমা নার্সারি, আব্দুর রহিমের মা মনি নার্সারি, হাফিজুল ইসলাম উজ্জ্বল এর স্বরূপকাঠি নার্সারি, আঃ ছালাম হাং এর আদর্শ নার্সারি, ,রাসেল মিয়ার রাফসান নার্সারি, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এবং বরগুনা কুমড়াখালীর গোলাম ছগিরের সবুজ নার্সারি, বরগুনার প্রকৃতি ও জীবন ক্লাবসহ অন্যান্য নাসারি বিভিন্ন ধরনের ফলজ, বনজ ,ঔষধি, ফুল ও কাঠের গাছের চারার পসরা সাজিয়ে (১৬ আগষ্ট) বুধবার সকালে শহরের টাউন হল এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বৃক্ষ মেলায় অংশ গ্রহণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *