আজ মূকাভিনয়ের কাণ্ডারী নিথর মাহবুবের জন্ম দিন

বিনোদন প্রতিবেদক, স্বদেশ নিউজ২৪, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
নিথর মাহবুব। দেশের একজন নন্দিত মূকাভিনয় শিল্পী। কথা ছাড়াই অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। শিশু-কিশোরদের কাছে মূকাকু হিসেবে রয়েছে তার বিশেষ পরিচিত। বাংলাদেশের মূকাভিনয় শিল্পের কাণ্ডারী বলা হয় তাকে। মূকাভিনয়ের বাইরে মঞ্চ ও টিভিনাটকে অভিনয় করেও তিনি দর্শকদের মুগ্ধ করছেন। আজ রাত ৯টা ৩০মিনিটে এনটিভিতে প্রচার হবে তার অভিনীত নাটক ‘মামলা মতিন, রশিদুর রহমান এর রচনায় যেটি পরিচালনা করেছেন রহিম সুমন।

এদিকে আজ ১৮আগস্ট নিথর মাহবুবের জন্মদিন। প্রতি বছর জন্মদিনকে ঘিরে তিনি মঞ্চে শো করেন। তারই ধারাবাহিকতায় গত ১৫আগস্ট তিনি এবং তার দল মাইম আর্ট এর সদস্যরা মিলে দনিয়া মাসুদ মঞ্চে শিশু-কিশোরদের জন্য মূকাভিনয় পরিবেশন করেন।

গত বছর জন্মদিনে এই শিল্পী প্রকাশ করে ছিলেন নিজের লেখা ও সুরে নিজের কণ্ঠে ‘আগন্তুক’ শিরোনামের একটি গান। জীবন মুখী এই গানটি ব্যাপক প্রশংসিত হলে এর পর গত এক বছরে প্রকাশ করেছেন ‘মুদ্রাস্ফীতি’ ও ‘পদ্মার গয়না’ নামে আরও দুটি গান। বর্তমানে প্রকাশের অপেক্ষায় আছে বেকার সমস্যা নিয়ে একটি গান। গানটি এবার জন্ম দিনে প্রকাশ করার ইচ্ছে থাকা সত্ত্বেও কদিন আগে জ্বরে আক্রান্ত হলে এর কাজ সম্পন্ন করতে পারেননি।

স্বাধীনতার পরবর্তীতে পার্থ প্রতিম মজুমদারের হাত ধরে বাংলাদেশে মূকাভিনয় শিল্পের আগমন ঘটলেও ১৯৮১সালের দিকে তিনি ফ্রান্স প্রবাসী হয়ে গেলে দেশে শিল্পটির আর বিস্তার ঘটেনি। পার্থ প্রতিম মজুমদার চলে যাবার প্রায় ২৫বছর পর এসে শিল্পটি হাল ধরেন তরুণ প্রজন্মের নিথর মাহবুব। তার চর্চার মধ্য দিয়ে দেশে ব্যাপক পরিচিতি লাভ করে শিল্পটি। ঢাকা সহ সারা দেশে গড়ে উঠেছে অনেক মূকাভিনয়ের দল ও মূকাভিনয় শিল্পী।

মূকাভিনয় চর্চা করার পাশাপাশি শিল্পটিকে জনপ্রিয় করতে তিনি চালিয়ে গেছেন নানা কর্মকাণ্ড। সবাই এই শিল্পের চর্চা করে পরিচিতি পেয়ে বিদেশ চলে গেলেও তিনি এই শিল্পটির স্বার্থে দেশে থাকায় প্রতিজ্ঞাবদ্ধ। শিল্পটির প্রচার প্রসারের জন্য ২০০৮সালে ঢাকায় গড়ে তুলেন মাইম আর্ট নামে মূকাভিনয় দল, যখন মূকাভিনয় চর্চার জন্য ঢাকায় কোন দল ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *