টাকা দিয়ে যায় কি ঢাকা
অবিশ্বাস এর ছুরুত খানা ।।
সাইফুল ইসলাম
বেচে দিলে
পুরোনো কাগজ
হাড়ি পাতিল
ভেঙে যাওয়া
খেলনা গুলো
তার সাথে কি
বেচে দিলে কখানা
আমার চিঠি গুলো
বকুল ফুলের শুকনো মালা
নাইলনের সুতোবাধা
বই এর পাতায় শুকিয়ে যাওয়া
গোলাপ ফুলের পাপড়ি গুলো
বেচে দিলে সমাজ পাঠ
বেচে দিলে ইতিহাস
এখন শুধু আছে বাকি
স্মৃতির শহর ঢাকা টাকি
বিক্রি কর ঢাকা শহর
বিক্রি কর রিক্সা গুলো
চটপটির দোকান গুলো
সড়ক দীপের আলোটুকু
বেচে দিলে মার্কেটে তোমার
দামি কাতান কিনে নিতে
বেচে দিলে কাচের চুড়ি
সাদা সোনার বিনিময়ে
বেচে দিলে সব কিছু কি
নগদ কিছু পাবার আশায়
ফ্লাটের চাবি দলিল মুলে
বেচে দিলে নগদ টাকায়
নিলাম দরে বিক্রি হলো
তোমার যত প্রতিজ্ঞা
পানির দরে বিক্রি করে
চলে গেলে আমেরিকা
মার্কেট ভ্যালু যার ভালো তার
তাকে দিলে বিবসনা
মডেল দেখে কিনে নিল
যেমন কিনে গাড়িগানা
এমন ভাবেই বিক্রি হলে
নগদ দামে অনেক টাকা
……….