জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় দৃষিকোণ চক্ষু হাসপাতালের (তৃতীয় শাখার) উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে জয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাইফৃল ইসলাম সুমনের সার্বিক সহযোগিতায় এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্ধোধন করেন উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন।
বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার মধ্যে ছিল ছানি পড়া, চোখে কম দেখা, ঝাপসা দেখা, লাল হওয়া, ব্যথা করা, পানি পড়া, চুলকানি।
এতে উপস্থিত ছিলেন দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের উপসহকারি মেডিকেল অফিসার চিকিৎসক মোঃ আরাফাত হোসাইন, ম্যানেজার মোঃ নুরুল ইসলাম, জয়পুর ইউনিয়ন পরিষদের সচিব কাজী রাসেল আহম্মেদ, মোর্শেদ হাসিব, আলী শেখ প্রমুখ।