নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নে বরগুনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল টেবিল বৈঠক

নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নে বরগুনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে গোল টেবিল বৈঠক
এম আর অভি, বরগুনা প্রতিনিধি:বরগুনায় জ্বালানী অধিকার সপ্তাহ উপলক্ষে জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে উন্নয়ন সহযোগী সংগঠনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ক্লীন বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এ বৈঠকের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন জাগোনারী।
গোলটেবিল বৈঠকে আলোচনায় বলা হয়, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নিজস্ব স্থায়িত্ব, জ্বালানী স্বাধীনতা এবং জ্বালানী সুরক্ষিত করতে হবে। কয়লা ও এলএলজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করে নবায়নযোগ্য জ্বালানীর প্রসার ঘটাতে সরকারকে এগিয়ে আসতে হবে। অধিক মূল্যে জ্বালানী আমদানী বন্ধ করে স্বল্প ব্যায়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন করতে হবে।
গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, দৈনিক দীপাঞ্চল পত্রিকার সম্পাদক মো. মোশাররফ হোসেন,জাগোনারীর পরিচালক কমিউনিকেশন ডিউক ইবনে আমিন, পরিচালক প্রগ্রাম গোলাম মোস্তফা, প্রজেক্ট ম্যানেজার শ্যামল পাল , সাংবাদিক স্বপন দাস, মাহবুবুর রহমান অভি ইব্রাহীম সোহেল রাজ, মহিউদ্দিন অপু, , মো. জাহিদুল ইসলাম মেহেদি, খান নাইম, মো. সানাউল্লাহ ,আরিফুর রহমান, রিপন মালী, মো. মোরসালিন প্রমূখ। ধারনাপত্র উপস্থাপন করেন, জাগোনারীর টেকনিক্যাল কো-অর্ডিনেটর দেবাশীষ কর্মকার। সঞ্চলনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি , চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন এর বরগুনা প্রতিনিধি সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *