বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার সকালে রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়ার এলাকায় নদী থেকে লং বে খুমি (৪৫) ও ছাই খুমি (৩০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গত বুধবার রাতে পাহাড়ি ঢলের পানিতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা ৯ জনের মধ্যে ছয়জন সাঁতারে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। দুর্গম এলাকা হওয়ায় খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যেতে পারেনি ফায়ার সার্ভিস। পরদিন উদ্ধার অভিযানে নেমে লং রে খুমি (২১) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার দুই লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন।