কোম্পানীগঞ্জে বিএনপি ও জায়াতের ৬ নেতাকমীর্ গ্রেফতার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নেতাকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চরহাজারী ০৩নং ওয়ার্ডের মোঃ আসাদুল্যা গালিব (৩৬), চরকাঁকড়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের মেম্বার রফিক উল্যাহ (৩৭), বসুরহাট পৌরসভার ০৪নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম নোমান, রামদি ০২নং ওয়ার্ডের সাইফুল ইসলাম (৩৪), চরহাজারী ইউনিয়নের ০২নং ওয়ার্ডের আবদুল্লাহ আল মাহমুদ (৩৫), চরপার্বতী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের সালা উদ্দিন (২৬) কে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাদেরকে নোয়াখালীতে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *