নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সমর্থনে মিছিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দল। এ সময় ৪-৫টি বাস ভাঙচুরসহ সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ বিএনপির চার নেতাকর্মী আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বাকি আটকদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৭টায় মহাসড়কের শিমরাইল, টায়ার মার্কেট ও গ্রিন গার্ডেনের গলি এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ খবর পেয়ে ধাওয়া দিলে দ্রুত পালিয়ে যায় সড়কে অবরোধ করা বিএনপি কর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ার পুড়ায়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগসহ পিকেটিং করে।
অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষক দলের নেতাকর্মীরা ৪-৫টি বাস ভাঙচুর, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। পাশাপাশি ১০-১৫টি ককটেল বিস্ফোরণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলার সময় চারজনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।