নিউজ ডেস্ক, সাইমুর রহমান:
১লা নভেম্বর ২০২৩ ইং রিয়েল ক্যাপিটা গ্রুপের বর্ষপূর্তি উৎযাপনের মাসব্যাপী উৎসব ঘোষিত করা হয়। এরই অংশ হিসেবে নভেম্বর মাসের প্রথম ও শেষ সপ্তাহে বর্ষবরণ উপলক্ষ্যে “একক আবাসন সমাধান মেলা” এর আয়োজন চলছে…
সর্বস্তরের বাংলাদেশবাসী এবং প্রবাসীদের নিরাপদ ও নির্ভরশীল বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে আর.সি. মায়া কানন, আর.সি. রিভারী ভিলেজ প্লট হাউজিং প্রকল্পের সাথে সকল শ্রেনী-পেশার মানুষের জন্য আবাসন সমাধানের ব্রত নিয়ে আরেকটি নতুন আবাসন আর.সি. সপ্নীল সিটি প্রকল্প উন্মোচন করেন রিয়েল ক্যাপিটা গ্রুপ।
একইসাথে গ্রুপটি আর.সি. বে হোটেল ও রিসোর্ট লিমিটেড এর ব্যানারে ট্যুরিজম আবাসনের নতুন অধ্যায়ের সূচনা কল্পে “আর.সি. ওশান ব্লিচ” নামে সাগরকন্যা কুয়াকাটায় ব্যতিক্রমধর্মী পাচতারকা চেইন হোটেল এর অংশীদারী মালিকানার মত প্রকল্পের উন্মোচন করা হয়।
রিয়েল ক্যাপিটা গ্রুপের বর্ষপূর্তি উৎযাপনের অনুষ্ঠানে গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান, চেয়ারম্যান মোঃ মানজুর আহমেদ সোহান এবং আরও উপস্হিত ছিলেন গ্রুপের অন্যান্য পরিচালকবৃন্দ।
রিয়েল ক্যাপিটা গ্রুপের ল্যান্ড প্রজেক্ট এবং এ্যাপার্টমেন্ট প্রজেক্ট এ সহজ কিস্তিতে এবং এককালীন মূল্য পরিশোধে বিশেষ আকর্ষণীয় অফার, ১২.৫% মূল্য ছাড়, ৩.৫% ক্যাশ ব্যাক সহ নানা আকর্ষনীয় পুরস্কারের অফার প্রদান করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান।