কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। পৌরসভা কার্যালয় থেকে শুরু হয়ে পুরো বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কেক কাটা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় ও যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী র
æমেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা ৮টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, নিজাম উদ্দিন মুন্না, আরিফুর রহমান, আবু হাসনাত সাগর প্রমুখ।