এম আর অভি, বরগুনা প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই নিসচা এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরগুনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। (১ ডিসেম্বর ) শুক্রবার সকালে শহরের গোলাম সরোয়ার রোডে নিরাপদ সড়ক চাই নিসচা এর আয়োজনে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই নিসচা এর বরগুনা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যডভোকেট আব্দুর রহমান, নিসচা’র অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, প্রকাশনা সম্পাদক আঃ হালিম,যুব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন রাবি, সদস্য অ্যাডভোকেট আবু জাফর, ইমরান হোসেন, সেলিম হাওলাদার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে বরগুনায় নিরাপদ সড়ক চাই নিসচা’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।