রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস পরিবহনের তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি বাস বাস সম্পূর্ণ ও একটি আংশিক পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
বুধবার বিকেলে মানিকনগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।
তিনি বলেন, বিকাল ৫টায় খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকেল ৫টা ২৬মিনিটে তারা আগুন নির্বাপণ করে। আগুন ২টি বাস সম্পূর্ণ ও ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।