শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপোতে

স্বনামধন্য নূর জুয়েলার্সের অঙ্গ প্রতিষ্ঠান শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপো তে। ৭,৮ এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে হতে যাচ্ছে এই মেলা।

শালবন ইকো রিসোর্ট, গাজীপুরে সর্বপ্রথম পাঁচ তারকা সমমানের হোটেল নির্মাণ করছে।

সবাইকে হোটেলের শেয়ার মালিক হবার দারুণ সুযোগ করে দিতেই বিক্রয় হচ্ছে এই পাঁচ তারকা সমমানের হোটেলের শেয়ার মালিকানা।

মেলা উপলক্ষে থাকছে বুকিং দিলেই ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট সহ আকর্ষণীয় নিশ্চিত উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *