কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মুছাপুর ইউনিয়নের শামসুন নাহার ফাউন্ডেশনের অর্থায়নে এলাকার গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৩শত পিছ কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী। আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ১নং ওয়ার্ড ইউপি সদস্য রাসেল, আজিজুল হক দুলাল, গোলাম ছারওয়ার লিটন, আবদুর রহিম লিটন, সমির মিয়া, ফরহাদ হোসেন বাবলু প্রমুখ।