নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শাকিল নামে এক সুইডেন প্রবাসী ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় তার মা ও ভাইকে গ্রাম থেকে বিতাড়িত করে। জানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার হোগলা দাঁড়াবাজ গ্রামের সুইডেন প্রবাসী শরিফুল ইসলাম এর ছেলে শাকিল আহমেদ গত ২০১৯ সালে তার বাবার মাধ্যমে সুইডেনে যান। সেখানে পড়াশোনা ও বসবাস কালে ২০২২ সালে নভেম্বর ও ডিসেম্বরে তিনি ইসলাম ধর্ম হতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। বিষয়টি প্রথমে তার বাবা ও মা জানলেও আত্মীয়-স্বজনরা জানতেন না পরবর্তীতে এই বছরের প্রথম দিকে বিষয়টি আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জেনে গেলে শাকিল এর দাদা, চাচা ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হোগলা দারবাজ গ্রামে থাকা তার মা ও ভাইকে বাড়ি থেকে জোর করে বের করে দেয়। এতে করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানা যায় ।