পত্নীতলায় মাদক সেবনের দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড

রবিউল ইসলাম, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি: মাদক সেবন, ব্যবহার ও বিক্রির দায়ে নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষনগর ইউনিয়নের গগণপুর থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের এ দণ্ড দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবির জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *