আতিক শিমুল: গতকাল ১০ টায় রাজধানীর শ্যামলী ক্লাব পার্কে এক উৎসব মূখর পরিবেশে আয়োজিত হয়েছে Pulsar N160 Riders Club (PRC) 🇧🇩 এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান। প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়।অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে pulsar n160 ব্যবহারকারী বাইকার গন তাছাড়াও দেশের স্বনামধন্য ১০০ টি বাইক ক্লাবের এডমিন গন। সারাদিনব্যাপি বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ, ২৫০ সিসি বাইক রাইড এর সুবিধা, বাজাজের ফ্রি বাইক সার্ভিস ক্যাম্পেইন, সুস্বাদু দুপুরের খাবার,সন্ধ্যায় স্ন্যাকস ও কেক কাটা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও এই অনুষ্ঠানে দেশের বাহিরে লাদাখ ইন্ডিয়া বাইক ট্যুরের মেম্বারদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। দেশের ভিতরে সর্বোচ্চ দূরত্ব টেকনাফ টু তেতুলিয়া টুর কমপ্লিট করায় ট্যুরের মেম্বারদেরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে এমজেআই পি এল সি ও উত্তরা মোটরস কে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। তাছাড়া বাজাজ ফেয়ার, বাজাজ কালেকশন, বাজাজ পয়েন্ট, ফ্রেন্ডস মটরস, হারমোছা, এফএনএম led ও Akhi’s Explore কেও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক নতুন সময় কে সম্মাননা স্মারক প্রদান করা হয়, সম্মাননা স্মারক টি গ্রহণ করেন দৈনিক নতুন সময়ের ম্যানেজিং এডিটর সুমন চৌধুরী।
সবশেষে রেফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।