রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) থেকে : নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সবজিক্ষেত থেকে মো. শরীফ (২৬) নামে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, শরীফ গত ৪ থেকে ৫ দিন ধরে নিখোঁজ ছিল।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত শরীফ ওই ওয়ার্ড এর মুন্সি আবদুল আজিজের বাড়ির মিয়া মিস্ত্রির ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ থেকে ৫ দিন ধরে নিখোঁজ ছিল শরীফ। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। বৃহস্পতিবার বিকেলে ৩নং ওয়ার্ড এর একটি সবজিক্ষেতে সবজি তুলতে গিয়ে মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, নিহত শরীফ শারীরিকভাবে প্রতিবন্ধী তার পায়ে সমস্যা। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কিছু বলা যাচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।