চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার শালবন বিহার ও ম্যাজিক প্যারাডাইসে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের ব্যানারে চৌদ্দগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা একসাথে মিলিত হন । উৎসব মুখর পরিবেশে বিভিন্ন অতিথি, সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত বনভোজনটি এক সুন্দর মিলন মেলায় পরিনিত হয়।
সকালে ম্যাজিক প্যারাডাইসে আনন্দ উৎসব শেষে শালবন বিহারের পাশে অবস্থিত বনছায়া রিসোর্টস এসে দুপুরের খাবার শেষ করে সকলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় চৌদ্দগ্রামের সিনিয়র সাংবাদিক দৈনিক রূপসী বাংলার চৌদ্দগ্রাম প্রতিনিধি এম এ কুদ্দুসের সভাপতিত্বে ও দৈনিক স্বাধীন ভোরের সম্পাদক সোহাগ মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মীর শাহ আলম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কাজী কামাল উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন দৈনিক ভোরের কলামের সম্পাদক ও প্রকাশক তৌহিদ মাহমুদ অপু, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার জগলুল কবির নাসির, বাংলা টিভির স্টাফ রির্পোটার আরিফ মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন, মিজানুর রহমান, বিশিষ্ট কবি সাহিত্যিক নুরুল আলম মিয়াজী সেলিম, দৈনিক স্বাধীন ভোরের স্টাফ রিপোর্টার ইয়াসিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা নুরুল আলম, সাংবাদিক এম এ মান্নান, আনিসুর রহমান, এম এ আলম, আতাউর রহমান রিপন, আব্দুর রউফ, সবুজ খন্দকার, আবদুল মমিন ভূইয়া মীরু, আশিকুর রহমান, ইয়াসিন ফারুক, খোরশেদ আলম, সফিউল আলম, সজল দত্ত, শান্ত প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *