নিউজ ডেস্ক,সম্পাদনায়-আরজে সাইমুরঃ
বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে সদ্য রিলিজ হয়েছে কন্ঠশিল্পী সরকার মোহাম্মদ শফিউল্লা দিদারের গান “চিরায়ত বাংলায় রূপবতী বাংলায় বৈশাখ এলো রে এলো বৈশাখ’। গানের কথা এবং সুর করেছেন সরকার মোহাম্মদ শফিউল্লা দিদার নিজেই।
সংগীত পরিচালনা করেছেন এস কে সাগর শান। গানটি এম.এস স্টুডিও রেকর্ড করা হয়েছে। গানের চিত্রগ্রহন ও সম্পাদনা করেছেন ফরিদুল আলম ফরিদ।
গানটি কন্ঠশিল্পী দিদারের নিজস্ব ইউটিউব চ্যানেল DIDAR34 এ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।পাশাপাশি শিল্পী’র নিজস্ব ফেসবুক পেজ
Sarkar Mohammad Safiulla Didar এ প্রকাশিত হয়েছে এই গানটি।
ইতোমধ্যে দর্শক- শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে বৈশাখের এই নতুন গান।
দিদার জানান” বাঙালী সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ এই বৈশাখ নিয়ে গান করার ইচ্ছে অনেক দিনের। শেষ পর্যন্ত গানটি দর্শক – শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে খুব ভালো লাগছে।
সরকার মোহাম্মদ শফিউল্লা দিদার ৩৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। কাজ করছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকায় এসিআর শাখা-তে। বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ প্রচার সচিব তিনি।
শিল্পী সফিউল্লা দিদার জানান- ৭ম শ্রেণীতে পড়াশোনার সময়ই বড় ভাই সাইফুল্লাহ জামান সরকারের অনুপ্রেরণায়, বিশিষ্ট সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী মো. শহীদুল ইসলামের নিকট সংগীতে হাতেখড়ি ঘটে।
সরকার মোহাম্মদ সফিউল্লা দিদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার সময় খেলাধুলা, কাব্য চর্চা, নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করতেন। সে সময়েই বেশ কিছু গানও রচনা করেন। ‘চিরায়ত বাংলায় রূপবতী বাংলায় বৈশাখ এলো রে এলো বৈশাখ’ সে সময়েরই লিখা ও সুর করা গান। দিদার শুরু থেকে আধুনিক, ফোক ও দেশাত্ববোধক গান করে থাকেন।
এছাড়াও ঈদে আসছে দিদার ও রুমার ডুয়েট আরও একটি নতুন গান “তুমি অমন করে তাকাও যদি”। গানটি লিখেছেন বিসিএস ক্যাডার ১৬ মুজিবুর রহমান। এমএস স্টুডিও তে গানের অডিও-ভিডিও রেকর্ড সম্পন্ন হয়েছে। গানের সংগীত পরিচালনা করেছেন এস কে সাগর শান।
গানের লিংক
https://youtu.be/BjIM35nelc0?si=YpAld50N918RUJuO