যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

যশোর প্রতিনিধ : যশোর শহরে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে। শহরের ধর্মতলা মোড়ের পাশে শিবলী নোমান নামের এক ব্যক্তি স্থানীয় বখতিয়ার রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত বুধবার (১৭ এপ্রিল) দিনের বেলা মাটি ভরাটের কাজ করেন প্রভাবশালীরা। ভুক্তোভোগী শিবলী নোমান জানান, তার বাবা মায়মুর আলী (মৃত) ১৯৬০ সালে গাজী জব্বার নামের এক ব্যক্তির কাছ থেকে তার মায়ের নামে ৩৫ শতক জমি কিনেন। এরপর সপরিবারে ঢাকায় অবস্থান করার ফলে ওই জমির সাবেক মালিক গাজী জব্বারে ছেলে গাজী আজিজের নজরে আসে। জমির মালিক গাজী জব্বারের মৃত্যুর পর গাজী আজিজ হঠাৎ করে ওই জমির একটি জাল দলিল হাজির করে জমির মালিকানা দাবি করেন। পরে বিষয়টি নিয়ে আদলাতে মামলা হয়। এরই মধ্যে গাজী আজিজ বখতিয়ার রহমানকে ওই জমির পাওয়ার অব অ্যাটর্নি দেন। এরপর বখতিয়ার সন্ত্রাসীদের নিয়ে রাতের আঁধারে তড়িঘড়ি করে মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা চালান। পরে তিনি বিষয়টি জানতে পেরে আদালতের দ্বারস্থ হন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে আবারও তারা মাটি ভরাটের কাজ করেন। এ বিষয় বখতিয়ার রহমান বলেন, জমির মূল মালিক গাজী জব্বারের ছেলে গাজী আজিজ আর এস রেকর্ড সংশোধনের জন্যে আদালতে মামলা দায়ের করেন। এরপর ২০২১ সালে সেই মামলার রায় গাজী আজিজদের পক্ষে আসে। এর আগে তারা আমাকে ওই জমির পাওয়ার অব অ্যাটর্নি দেন। এদিকে ওই জমিতে থাকা ন্যাশনাল প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল নামের একটি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লিপু বলেন, গত ১৫ বছর আগে তিনি শিবলী নোমানদের কাছ থেকে মূল জমির মধ্য থেকে একটি অংশ ইজারা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। এর মধ্যে একপক্ষ জমিতে মাটি ভরাট করতে যায়। আমরা জানতে পেরে বাধা দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *