‘ব্যাড গার্লস’ ওয়েব সিরিজে অনুরূপ আইচের লেখা গানে রাকা জারা

সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ নিউজ২৪.কম
নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা গান প্রথমবার গাইলেন রাকা জারা। এটি ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’ এর টাইটেল সং। ইতিমধ্যে গানটি রেকর্ড হয়ে গেছে।

নন্দিত গীতিকার ও লেখক অনুরূপ আইচের লেখা এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাদ শাহ।

পরিচালক সেলিম রেজার পরিচালনায় ‘ব্যাড গার্লস’ ওয়েব সিরিজের টাইটেল সং গাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন রাকা জারা। তিনি জানান, এ গানটির কথা, সুর ও সংগীত খুব সুন্দর। গেয়ে তৃপ্তি পেয়েছি। স্টেজেও গাওয়া যাবে গানটি। অনুরূপ আইচের গান এ প্রথম গাইলাম আমি। এটাও বড় প্রাপ্তি আমার জন্য। এছাড়াও শুনেছি, চলচ্চিত্রের তারকাদেরকে নিয়ে বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’ এর শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে। আশা করছি, এ গানটিতে ভালো সাড়া পাবো।

উল্লেখ্য, সেলিম রেজা’র ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’ এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন অনুরূপ আইচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *