‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘আমারে ছাড়িয়া’, ‘এ মনের আঙিনায়’, ‘এক পলকে’, ‘জান পাখি’—এমন সব গানের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ। তবে ‘বৃষ্টি ঝরে যায়’ গানটির মাধ্যমে নিজেকে সবার কাছে বেশি করে চিনিয়েছেন তিনি। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।
তার অজস্র জনপ্রিয় গান শ্রোতামহলে বেশ সমাদৃত। তৌসিফের সুর-সঙ্গীতেও অনেক জনপ্রিয় গান প্রকাশ হয়েছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ এই শ্রোতাপ্রিয় গায়কের জন্মদিন। ১৯৮৭ সালের ১০ মে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। ঘরোয়াভাবেই কাটছে তার এবারের জন্মদিন। তবে গায়কের এবারের জন্মদিন মন খারাপের।
কী কারণে তার মন খারাপ জানতে চাইলে তৌসিফ নিউজজিকে বলেন, বিষয়টি ব্যক্তিগত। তাই এসব নিয়ে না বলাই ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন। শ্রোতাদের ভালোবাসা নিয়েই বাকিটা জীবন পার করে দিতে চাই।
ছোট বেলায় বাবার হাতেই তৌসিফের সঙ্গীতের হাতেখড়ি। পরবর্তী সময়ে গান, গিটারে সুর বাঁধা, কি-বোর্ড এবং সফটওয়্যারের কাজ শিখেছেন তারই এক বড় ভাইয়ের কাছে। তিনি প্রথম কনসার্টে গান করেন ২০০৬ সালে। তখন থেকেই তিনি পরিচিতি লাভ করেন। তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’। একক অ্যালবামের পাশাপাশি তিনি বেশ কিছু মিক্স অ্যালবামেও কাজ করেছেন। ২০১৭ সালে জি-সিরিজ থেকে প্রকাশ হয় তার সর্বশেষ একক অ্যালবাম ‘অবশেষে’।
তৌসিফ আহমেদ একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। দেশের অডিও জগতে একসময় দারুণ জনপ্রিয় ছিলেন বিরহী ঘরানার এই সঙ্গীতশিল্পী। অনেক দিন গানে অনিয়মিত ছিলেন তিনি। অডিও অ্যালবাম যুগে তার বেশিরভাগ অ্যালবাম ছিল সুপারহিট। অ্যালবাম সংস্কৃতি বন্ধ হওয়ার পর তৌসিফও নিজেকে খানিক গুটিয়ে নেন।
তবে বিরতি পেরিয়ে আবারো গানে সরব হয়েছেন তিনি। বর্তমানে বেছে বেছে কাজ করছেন এ গায়ক। তৌসিফের কথা-সুরে গাওয়া গানের মধ্যে এখনও শ্রোতাদের টপচার্টে রয়েছে ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘এক পলকে’ প্রভৃতি