এম আর অভি, বরগুনা প্রতিনিধি : কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রোববার সকালে এ দিবসটি উপলক্ষে আড়াইশো শয্যা জেনারেল হাসপাতাল ও বরগুনা নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে একটি র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল প্রাঙ্গণে শেষ হয়। পরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ও বরগুনা নার্সিং ইনস্টিটিউট পৃথকভাবে কেক কেটে দিবসটি উদযাপন করেন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নার্সেস দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম নজমুল আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এম ও ডাঃ তাজকিয়া সিদ্দিকাহ । এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, কুতুব উদ্দিন, এনামুল কবির প্রমুখ।
অপরদিকে নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনেস্টাক্টর ইনচার্জ / প্রিন্সিপাল মরিয়ম আক্তার খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এনেসথেসিওলজী কনসালট্যান্ট ডা.মাহবুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শুখুরঞ্জন শীল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল প্রমূখ।