জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব আল হাসান। বোলিং ঠিকঠাক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারেননি। চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ১ রান করা সাকিব আজ শেষ ম্যাচে ১৭ বলে ২১ রান করেন। তবে নিজের ব্যাটিং নিয়ে খুশি নন সাকিব।
বিশ্বকাপের আগে ব্যাটিং ঘাটতি হয়ত অনুভব করছিলেন প্রবলভাবে। রোববার মিরপুরে ম্যাচ শেষ করে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে নামেন এই তারকা। একজন নেট বোলারের সঙ্গে নিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। প্রায় আধা ঘণ্টার মতো থ্রো ডাউনের বিপক্ষে অনুশীলন করেছেন। লংঅন ও মিড উইকেট দিয়ে বেশ কয়েকটি ছক্কাও মারেন। কিছুক্ষণ পর ফের ড্রেসিংরুমে ফেরত যান বাঁহাতি অলরাউন্ডার। অনুশীলন শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সেখানে দাঁড়িয়ে আলাপও করেন সাকিব।
সাকিবের পর সেন্টার উইকেটে খেলতে আসেন লিটন দাস। তিনিও থ্রো ডাউনের বিপক্ষে ব্যাটিং করেছেন।
গত ওয়ানডে বিশ্বকাপের সময় চোখের সমস্যায় পড়েন সাকিব। চোখের সমস্যায় বিপিএলে শুরুতে ব্যাট করতেও ভুগেন তিনি। চিকিৎসা করিয়ে ছন্দ পেয়ে রানও করেন। তবে বড় মঞ্চে তার ব্যাটে অস্বস্তি থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়। সব কিছু ঠিক থাকলে টানা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব। বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিং ভীষণ গুরুত্বপূর্ণ।
তবে সাকিবের ব্যাটিং নিয়ে সংশয়ে ভুগছে না বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘তার ব্যাটিং নিয়ে আমাদের মাঝে বিন্দুমাত্র সংশয় নেই। আমরা সবাই জানি সে কতটা সামর্থ্যবান। আমি খুবই আত্মবিশ্বাসী, সামনে টুর্নামেন্টে আছে দলের হয়ে সে অবদান রাখবে।’