মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৮.৩১%, দাখিলে ৮৩.৫৬%

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এসএসসিতে পাশের হার ৮৮.৩১%, দাখিলে পাশের হার ৮৩.৫৬%।এসএসসিতে ৪৭ টি বিদ্যালয়ের মধ্যে ৩ টি বিদ্যালয় শতভাগ পাশ করেছে। এবার এসএসসিতে পাশের হার ৮৮.৩১%, জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন। দাখিল পরীক্ষায় ২৬টি মাদ্রাসার মধ্যে কোনটিই শতভাগ পাশ করেনি। উপজেলায় দাখিলে পাশের হার ৮৩.৫৬%, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। কারিগরি পরীক্ষায় উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনটি শতভাগ পাশ করেনি। উপজেলায় কারিগরি পরীক্ষায় পাশের হার ৯৬.৫৫%।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান বলেন, উপজেলায় এসএসসিতে শতভাগ পাশ অর্জনকারী জোরারগঞ্জ বৌদ্ধ (জেবি) উচ্চ বিদ্যালয়ের ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন, নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের ৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন, ফাতেমা গার্লস হাই স্কুল থেকে ১৮ জন পরীক্ষার্থীর সবাই পাশ করলেও জিপিএ-৫ পায়নি কেউ। এসএসসি পরীক্ষায় উপজেলায় ৫৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৪৭০৩ জন। দাখিল পরীক্ষায় উপজেলায় ১০২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৫৪ জন। কারিগরি পরীক্ষায় ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *