এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বিভিন্ন জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে বরগুনায় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় ১১ টি স্টল অংশগ্রহণ করেছে। বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় মেসার্স স্বরূপ কাঠী নার্সারী , মেসার্স মা মনি নার্সারী , মেসার্স ইভা নার্সারী, মেসার্স সবুজ নার্সারী, মেসার্স বায়তুল আমান নার্সারী মেসার্স সুফিয়ান নার্সারী, মেসার্স মনির নার্সারী, মেসার্স রাফসান নার্সারী, মেসার্স বৃক্ষ কুঞ্জ নার্সারী মেসার্স সাহেদ নার্সারী , মেসার্স হালিমা নার্সারী অংশগ্রহণ করেছে। এ সব স্টলে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিক্রি জন্য প্রদর্শন করা হয়েছে।