ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ছবির প্রচারে সম্প্রতি ঢাকায় এসে আলোচিত পরীমনিকে নিয়ে কথা বলেছেন। পরমব্রতর কথা পরীমনির কান পর্যন্ত পৌঁছে গেছে
শুরুতে এ কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল পরীমনির। মন খারাপও হয়েছিল। তাই বারবার সেই ভিডিও ক্লিপটি দেখেছেন এই নায়িকা।
পরীমনি জানিয়েছেন, ‘ইশ্, পরমের সঙ্গে কবে যে পরীর একটা কাজ হবে…। কি, দারুণ মিলবে না, পরম আর পরী…(হাসি)।’