অনন্ত আম্বানীর বিয়ে, প্রকাশ্যে নববধূর প্রথম ছবি

অবশেষে প্রতীক্ষার অবসান। শেষ হল মুকেশ আম্বানী-নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। প্রকাশ্যে এল নববধূর প্রথম ছবি। পোশাকশিল্পী আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লেহাঙ্গায় সাজলের রাধিকা। বধূবেশে নজর কেড়েছেন তিনি। গলায় হীরার রানিহার ও চোকার। হাতে সাদা-লাল চুড়া। ছিমছাম মেকআপে সেজেছেন আম্বানীদের হবু পুত্রবধূ।

কমলা শেরওয়ানির পরেছেন অনন্ত। তিনি যে পশুপ্রেমী, সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁদিকে একটি হাতির ব্রোচ পরেছেন আম্বানী-পুত্র। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক বরের বেশে দারুণ মানিয়েছে অনন্তকে।

গায়েহলুদ হোক কিংবা সঙ্গীত, মেহেদি হোক কিংবা শিব পুজো— অনন্ত রাধিকার পোশাকে সব সময় ছিল কোনও না কোনও চমক। কেমন হবে তাদের বিয়ের সাজপোশাক, সেই নিয়ে ফ্যাশন দুনিয়ায় চর্চা ছিল তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *