মেসির ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ

কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। সবমিলে কোপার তৃতীয় শিরোপা ঘরে তুলল আর্জেন্টাইনরা।

কোপা আমেরিকায় দলকে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে ব্যাপক ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। যে কারণে তাকে সর্বশ্রেষ্ঠ উপাধি দিয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালনি।মেসি গত তিন বছরে দেশকে তিনটি বড় ট্রফি উপহার দিয়েছেন। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পর মেসির প্রশংসা করে স্কালোনি বলেন, লিওনেল মেসি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। সে কখনই মাঠ ছাড়তে চায় না। তার গোড়ালি ফুলে গেছে তবু সে খেলা চালিয়ে যেতে চায়। সে সব সময় অবদান রাখতে চায়। সে খেলতে চায় সকল ব্যথা যন্ত্রণাকে উপেক্ষা করে।

স্কালোনি আরও বলেন, লিওর মধ্যে এমন কিছু আছে, যা সবার থাকা উচিত। সে ইতিহাসের সেরা এবং চোটের ঔই অবস্থা নিয়েও সে মাঠ ছেড়ে যেতে চাইছিল না। মাঠে থাকার জন্যই তার জন্ম হয়েছে। সে খেলা চালিয়ে যেতে চায়, কারণ সে তার সতীর্থদের একা ছেড়ে যেতে চায় না।

এটি ছিল মেসির ক্যারিয়ারের ৪৫তম ট্রফি, যা তাকে ব্রাজিলের দানি আলভেসকে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি ট্রফি জয়ের বিশ্ব রেকর্ড গড়েন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *