ঢাকা দক্ষিণ ছাত্রলীগ উপ-আপ্যায়ন বিয়সক সম্পাদক নেতা সোহেল গুরুতর আহত

স্বদেশ নিউজ২৪.কম, সম্পদনায়-সাইমুর রহমান:
সারাদেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন এখন উত্তাল রূপ নিয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে দিন দিন আন্দোলন আরো কঠোর রূপে পরিণত হচ্ছে। সাধারন শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক ইস্যু সৃষ্টি করার জন্য বিরোধীদলসহ বিভিন্ন দল সুযোগ নিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ড করছে। এই সুযোগ ব্যবহার করে এই শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ সৃষ্টি করছে।
চলমান ইস্যু নিয়ে ঢাকা মেডিক্যাল অবরোধের সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। এতে সাধারন শির্ক্ষার্থী, ছাত্রলীগ সদস্যরা আহত হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপ-অ্যাপায়ন বিষয়ক সম্পাদক মোঃ সোহেল গুরতর আহত হয়েছেন। ছাত্রলীগ নেতা সোহেলের হাত, পা ভেঙ্গে গেছে। বর্তমানে মোঃ সোহেল মুগদা জেনারেল হাসপাতালের অর্থপেডিক বিভাগের পুরুষ ওয়ার্ড এর রুম নাম্বার ৭২৪, বেড নং ৪, লিফট এর ৬ এ চিকিৎসাধীন আছেন।

আমাদের সংবাদ প্রতিনিধিকে ঢাকা দক্ষিণ ছাত্রলীগ নেতা মোঃ সোহেল জানান- ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সাধারন সম্পাদক সজল কুন্ডু এর নেতৃত্বে সাধারন জনগনের নিরাপত্তার জন্য আমরা অবস্থান নেই। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সুযোগে ছাত্রদলের সদস্যরা ছাত্রলীগ কর্মীদের উপর বেধরক হামলা চালায়। তখন আমি গুরুতর আহত হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *