২৫ আগস্ট এটিএন বাংলায় বরিশাল সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর ‘হুমায়ুন কবির লিংক’কে নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ুন কবির লিংক । তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত সংবাদে আমাকে ১৫ বছর যাবত আওয়ামিলীগের নেতা হিসেবে বলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। আমি দীর্ঘ ২৮-২৯ বছর ধরে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। বিএনপির প্রতিটি কর্মকান্ডে আমি কাজ করেছি। গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমি স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে বিপুল ভোটে আওয়ামিলীগের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কাউন্সিলর হিসেবে জনগনের সেবক হয়ে করে যাচ্ছি যা আমার ওয়ার্ড এর জনগনের সাথে সশরীরে সরজমিনে কথা বললেই জানতে পারবেনে। কে বা কারা উক্ত সাংবাদিক ভাইকে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদ প্রচার করিছে।
আর সংবাদে আওয়ামিলীগের মেয়র এর কথা উল্লেখ করা হয়েছে। আমাকে জনগনের সেবা করার জন্য মেয়র এর সাথে কথা বলতে হবে আমাদের জনগনের কি কি সমস্যা আছে তা জানাতে হবে এবং তার সমাধন করতে হবে। ছাত্র-জনতার মাধ্যমে দেশ ২য় বারের মত স্বাধীন হয়েছে। আমাদের এক দোকান ভাড়াটিয়া দীর্ঘ ১১ বছর যাবত কোন ভাড়া দেয় না। বরাবরই তাকে প্রতি মাসে বকেয়া টাকা প্রদানের জন্য তাগেদা হয়।
কিন্ত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের জয়ের পর দিন ৬ আগস্ট আমার ভাই ঐ দোকান ভাড়াটিয়া বাবুল দেবনাথের কাছে ভাড়া চাইলে তার সাথে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। তারপরে ঐ ভাড়াটিয়া আমাকে ও আমার ভাইদের নামে মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে অভিযোগ এনেছে। আমি এই ভাড়াটিয়ার ব্যাপারে কিছু জানতাম না এই বিষয়টা আমার ভাই দেখাশুনা করে। দেশের এই ক্লান্তিলগ্নে সে সুযোগ কাজে লাগাচ্ছে। আমার পরিবার সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে তথ্য নিলেই জানতে পারবে। কোন রকম দুর্নীতির সাথে আমি বা আমার পরিবারের কোন সদস্য যুক্ত নেই। আমরা পারিবারিকভাবে ব্যবসায়িক স্বচ্ছল এবং সব সময় এলাকার মানুষের বিপদে আপদে এগিয়ে আসি। আমি এই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই মিথ্যা সংবাদ প্রচার করছেন তাদের বলব আপনারা এই সংবাদ সংশোধন করুন নাহলে আমি ও আমার পরিবার আইনের সহায়তা নিতে বাধ্য হবো।