রাস্তার পাশে পড়ে ছিল শিক্ষার্থীর ক্ষত-বিক্ষত মরদেহ

নিহত যুবক উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল করিম (১৬)।

সোমবার (২৬ আগস্ট) দিনগত রাতের কোনো এক সময় আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড়ের উত্তরে রাস্তার পাশে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় বাসিন্দা, প্রতক্ষ্যদর্শী ও পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল করিম সোমবার (২৬ আগস্ট) বিকোলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাকে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। পরদিন সকালে এলাকার মানুষ রাস্তার পাশে লাশ দেখতে পেলে ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *