এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অন্তত ৬ জন আহত হয়েছে । আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মোঃ সাইফুল ইসলাম আলম (৫২), মোঃ আবুল বাশার (৬৩), মোঃ আনোয়ার হোসেন (৬১), স্বপ্না (৩০) ,শম্পা (৪০) ও আঞ্জুমান আরা রোজী (৫৫) ।
আহত স্বপ্না প্রতিবেদকে জানান, ওয়ারিশ সূত্রে পাওয়া মায়ের জমিজমা বুঝিয়া পাইতে তার মামা রাজীকুল ইসলাম আজম ও মিরাজুল ইসলাম মিরাজকে বিবাদী করে বরগুনা আদালতে ১৪৪/৪৫ মামলা দায়ের করেন তিনি । এ কারণে ক্ষিপ্ত হয়ে (২ সেপ্টেম্বর) সোমবার সকাল আনুমানিক ৮ টার সময় সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের আমতলী নিমতলী গ্রামের বিশ্বাস বাড়ী সংলগ্ন ওয়ারিশ সূত্রে পাওয়া স্বপ্নাদের জমিজমা দখলে নেওয়ার চেষ্টা করে মামলার বিবাদীরা । মামলার বাদী স্বপ্না এতে বাঁধা দেয়। মামালার বিবাদী রাজীকুল ইসলাম আজম ও মিরাজুল ইসলাম মিরাজ ও তাদের ভাড়াটে সন্ত্রাসী আমতলী নিমতলী গ্রামের হারুনসহ অজ্ঞাত পরিচয়ের আরো ৪/৫ মিলে হেলমেট পরে দেশীয় দা ,বগিদা,রামদা,ছ্যানা,হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে স্বপ্নার ওপর হামলা করে। এ সময় স্বপ্নাকে বাঁচাতে গেলে তার বড় মামা মোঃ সাইফুল ইসলাম আলম (৫২), খালু মোঃ আবুল বাশার (৬৩) ও মোঃ আনোয়ার হোসেন (৬১), বোন শম্পা (৪০) ,খালা আঞ্জুমান আরা রোজী (৫৫) কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। স্বপ্না আরো জানান, আমাকে চাপা মাইর দিয়ে পানিতে চুবিয়ে আহত করে । পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয় আত্নীয় স্বজন আমাদের উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত স্বপ্নার খালু আনোয়ার হোসেন জানান, ওয়ারিশ সূত্রে পাওয়া আমার স্ত্রী ও তার অন্যান্য বোনদের জমিজমা আমার বড় শ্যালক মোঃ সাইফুল ইসলাম আলম ফরায়েজ মতো ভাগবাটোয়ারা করে দেয়। কিন্তু গত ৩০ পর্যন্ত আমার ছোট দুই শ্যালক রাজীকুল ইসলাম আজম ও মিরাজুল ইসলাম মিরাজ আমার স্ত্রীসহ অন্যান্য বোনদের ফরায়েজ সূত্রে পাওয়া জমি জোর পূর্বক ভোগদখল করছে। এ কারণে আমরা ভায়রার মেয়ে স্বপ্না তার ছোট মামা রাজীকুল ইসলাম আজম ও মিরাজুল ইসলাম মিরাজকে বিবাদী করে বরগুনা আদালতে ১৪৪/৪৫ মামলা দায়ের করে । মামলার জমিতে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা জমি দখলে নেওয়ার চেষ্টা করলে স্বপ্না বাঁধা দেয়। এ কারণে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে। আমরা তাকে বাঁচাতে গেলে আমাদের ওপরও হামলা করে আহত করে। এদের মধ্যে আমিসহ গুরুত্বর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর এক জনকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।