“ধলাঁচান গানে প্রথম দেখা যাবে একঝাক ভেড়ার পাল”

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
বাংলাদেশে প্রথম ভেড়ারপাল সহ একটি চমৎকার মিউজিক ভিডিও নিয়ে আসছে নাট্য নির্মাতা রানা বতর্মান।
নতুন এই সঙ্গীতে কণ্ঠশিল্পী জে‌নিফার গো‌মেজ। এরই মধ্যে সঙ্গীত‌টির মিউজিক ভিডিওর শুটিং শেষ হ‌য়ে সম্পাদনার টে‌বি‌লে।
সঙ্গীতটি টাই‌টেল নাম ” ধলাঁচান ” গা‌নের কথা লি‌খে‌ছেন ফ‌্যা‌মে‌লি ড্রামাখ‌্যাত নির্মাতা রানা বর্তমান । রানা বর্তমান লি‌রিক্স লেখার পাশাপা‌শি এই সঙ্গীত‌টির ভি‌ডিও নির্মান ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন ” অা‌মি এধর‌নের সঙ্গীত লিখ‌তে অভ‌্যাস্ত নই, তারপরও মাথা‌মোটা টিকটকার কিংবা রুচী‌হিন দর্শক‌দের জন‌্য প‌রি‌বেশ প‌রি‌স্তি‌তির কার‌নে লিখ‌তে হয়। আমার সঙ্গে সঙ্গিত শিল্পিও একমত তারপরও ভিউর স্রোতধারায় অামার ক‌বিতা থে‌কে সঙ্গীত রচনা করা। পাশাপা‌শি সি‌মিত প‌রিস‌রে মিউ‌জিক ভি‌ডিও নির্মান করা। ত‌বে দর্শক‌দের সঙ্গী‌তের পাশাপা‌শি ভি‌ডিও দে‌খে বি‌নোদন পা‌বে ব‌লে অাশা কর‌ছি। ভি‌ডিও নির্মা‌নে ম‌ডেল জন জা‌হিদ সহ নবাগত এক ম‌ডেল‌কে নি‌য়েই নির্মান অামা‌দের এই ” ধলাঁচান”
সঙ্গীতটির কম্পোজিশন করেছেন ফুয়াদ অাল ডা‌লিম ও রা‌কেশ র‌কি। কথা লিখেছেন ফ‌্যা‌মি‌লি ড‌্যামা‌কিং ডি‌রেক্টর রানা বর্তমান। ধলাঁচান গানটি প্রযোজনা করছেন কানা‌ডিয়ান প্রবাসী বাংলাদেশি প্রযোজক রিচ গো‌মেজ। কন্ঠ দি‌য়ে‌ছেন ছাত্র অা‌ন্দোল‌নের ভাইরাল গান অামার ভা‌ই‌রে মার‌লি কেন গা‌নের কন্ঠ শি‌ল্পি জে‌নিফার গো‌মেজ।
এ প্রসঙ্গে সঙ্গীত শিল্পী জেনিফার বলেন, ‘কোন উপলক্ষ ছাড়াই বেশ বড় আয়োজনে তৈরি করা হয়েচ্ছে ধলাঁচান গানটি। নতুন বছর উপলক্ষে রানা বতর্মান ভাইয়ের আরো একটি গান স্বপ্নের আমার কষ্ট বড় গানটি রিলিজ করার পরিকল্পনা করছি। এবার ভালোবাসা দিবসও অসাধারণ একটি রোমান্টিক গান রিলিজ করবো যার সুর করেছেন ফোক খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। এছাড়াও বৈশাখী মেলাকে মাথায় রেখে করেছি বাংলা মেলা। বাংলার মেলা গানের লিরিক্স করেছেন রিপন, সুর করেছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন আরও বলেন, ইতিমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। কেবল একটি গানের কণ্ঠ বাকি আছে। সঙ্গীতের টাইটেল ছেড়া মন। সব গানগুলো দেখতে পাবেন জেনিফার গোমেজ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *