নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান:
ফার্মগেট খামারবাড়ি এলাকার মনিপুরী পাড়ার ৩নং গেট সংলগ্ন একটি পেটশপে আজ অভিযান চালিয়ে বনবিভাগ ১৩৬টি দেশীয় কাছিম উদ্ধার করেছে; যার মধ্যে রয়েছে ১৩২টি কড়িকাইট্টা, ২টি সুন্ধি কাছিম এবং ২টি বিলুপ্তপ্রায় ধুম কাছিম রয়েছে। এছাড়াও একই দোকান থেকে ২টি তিলাঘুঘু, ৬টি হিরামন তোতা এবং ৬টা মুনিয়া পাখিও উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে বনবিভাগকে সহায়তা করে ‘সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার- সোয়ান’ এর সদস্যরা।
বনবিভাগের সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ ঢাকা অঞ্চলের ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর নিগার সুলতানা জানান, “বন সংরক্ষক; বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল মহোদয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়। কাছিম প্রকৃতির অংশ। বন্যপ্রাণী তথা কাছিম মুনিয়া, টিয়া, ঘুঘু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যপ্রাণী সংগ্রহ, ক্রয়-বিক্রয়, লালন-পালন দণ্ডনীয় অপরাধ।”
সোয়ান এর পক্ষে সভাপতি আদনান আজাদ জানান, “দেশীয় প্রজাতির এইসব প্রাণী অবৈধ ও অনৈতিকভাবে পালন ও পাচার রোধ করে প্রকৃতিতে এদের সংরক্ষণ জরুরি। বনবিভাগের এই উদ্ধার কার্যক্রম সারাদেশেই চলমান থাকুক, এটাই আমাদের কাম্য।”