এবার ‘দরদ’ নিয়ে এসেছেন শাকিব খান

দরদ’ সিনেমার ট্রেলারের শুরুটা দেখলে মনে হবে গল্পটা সরল। তবে একটা খুন সবকিছু বদলে দেয়। গল্পটা ক্রমেই জটিল হয়ে ওঠে। সিনেমার গল্পে দেখা যাবে, বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে—এ ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার ওপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান। ফাতিমা চরিত্রে তাঁর নায়িকা হয়ে এসেছেন বলিউডের তরুণ অভিনেত্রী সোনাল চৌহান।

সর্বশেষ তুফান দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শাকিব খান। প্রেক্ষাগৃহের পর চরকি ও হইচইয়ে এখনো ছবিটি দেখছেন দর্শক। এর মধ্যেই দরদ নিয়ে আসছেন এই তারকা। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমাসসহ দেশজুড়ে ৮৪টি প্রেক্ষাগৃহে ছবিটি আজ মুক্তি পেয়েছে। একই দিনে ছবিটি বাংলার পাশাপাশি হিন্দিতেও মালদ্বীপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশে মুক্তি পাচ্ছে। দিন দুয়েক পর ভারতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে।

গতকাল অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন—সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে আসুন; আশা করছি দরদ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়।’ শাকিব খানসহ সিনেমার অভিনয়শিল্পীরা তো সিনেমার প্রচার করছেন; এর বাইরে শরীফুল রাজ, নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো–থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা অনন্য মামুন বলছেন, ‘এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এই ছবিতে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে একটি নতুন রূপে দেখা গেছে।’ অনন্য মামুন সাংবাদিকদের বলেন, ‘আমার সিনেমায় একটা চমক আছে। ছবিটার এন্ড টাইটেলে গিয়ে দম বন্ধ হওয়ার মতো হবে। মনে হবে, এটা কী হলো? কোনো একটা কিছু থাকবে—এটাই সবচেয়ে বড় চমক।’

ইদানীং ঈদেই শাকিব খানের সিনেমা মুক্তি পায় বেশি। তবে এবার ঈদ ছাড়াই ছবিটি মুক্তি দিচ্ছেন পরিচালক। বিষয়টি নিয়ে এক প্রশ্নের উত্তরে অনন্য মামুন বলছেন, ‘মানুষ হলবিমুখ হয়েছে, হলে কনটেন্ট নেই। চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য কাজটা (মুক্তি) করছি।’

সিনেমায় বেশ কয়েকটি বাংলা ও হিন্দি গান রয়েছে। এর মধ্যে হিন্দি গান ‘জিসমে তেরে’ ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। গানটিতে কণ্ঠ দেন মোহাম্মদ ইরফান; গীতিকার ও সুরকার আরাফাত মাহমুদ। সিনেমার বাংলা গান ‘এই ভাসাও’ ইউটিউবে ট্রেন্ডিংয়ে তালিকায় নবম স্থানে ছিল। এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা গানটিতে সুর দিয়েছেন আরাফাত মাহমুদ।

সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট সাতটি গান থাকছে। এর মধ্যে হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি, জালাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ, রাজ বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *