ক্যারিয়ারে ২৫ বছর পার করছেন নায়ক শাকিব খান। তাই সিনেমা করার ব্যাপারে অনেকটাই চুজি এই নায়ক। ফলে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’-এর মতো সিনেমা উপহার দিয়ে হয়েছেন প্রশংসিত। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘দরদ’। খবর এলো শাকিব খান এবার নামছেন নতুন মিশনে। শুটিং শুরু করছেন নতুন ছবি ‘বরবাদ’-এর। জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহে ভারতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। ইতোমধ্যে নির্মাতাসহ বরবাদ টিম সেখানে যাওয়া শুরু করেছেন।
সিনেমাটি নির্মাণ করছেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত বছরের অক্টোবরে শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন তিনি। শাকিব খান বর্তমানে রয়েছেন দুবাইতে। সেখান থেকে আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে আসার কথা রয়েছে। দেশে কয়েক দিন অবস্থান করেই ‘বরবাদ’-এর শুটিংয়ে অংশ নিতে ভারত উড়াল দিবেন তিনি।
ছবিটিতে শাকিব খানের নায়িকা থাকছেন ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে জুটি হয়ে কাজ করেছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে গুঞ্জন রটে ‘বরবাদ’-এ ইধিকা পাল থাকছেন না। তাঁর স্থানে পাকিস্তানি কোনো নায়িকাকে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে খোঁজ করতেই বরবাদ টিম জানায়, নায়িকা পরিবর্তন করার কোনো পরিকল্পনা নেই। ছবিটিতে শাকিবের বিপরীতে ইধিকা পালই থাকছেন।
এদিকে জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমাটির ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন।
এ ছাড়া মুম্বাইর এজাজ মাস্টারসহ এ গ্রেডের কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এ ছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা।