❝বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত দেশ গড়ি❞ এই স্লোগানে রাজধানী মিরপুর ২নং পানির ট্যাংকি মোড়ে এলাকার সকল শ্রেনী মানুষদের সচেতন করা ও সকলের সহযোগিতা কামনার লক্ষ্যে মিরপুর মডেল থানা আজ এক আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য “মুন্সি বজলুল বাছিত আনজু” এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুরের উপ-পুলিশ কমিশনার “মাহমুদুল হাসান”, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “গিয়াস উদ্দিন” “আওলাদ হোসেন” সাবেক সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি,”রাজিব আহমেদ” সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও বিএনপি’র অংগ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
উক্ত আলোচনা সভায় বিশেষ ভাবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য “মুন্সি বজলুল বাছিত আনজু” তিনি তার বক্তব্যে এলাকার সকলের সচেতনা বৃদ্ধি মাদক ও সন্ত্রাসী মুক্ত দেশ করার লক্ষ্যে সকলে পুলিশ কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়েছেন। যেকোনো সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী এবং থানা থেকে লুট করা অস্র নিয়ে যারা লুকিয়ে রেখেছেন তাদের সনাক্ত ও আটক করার লক্ষ্যে পুলিশকে সহযোগিতার জন্য সকলকে আহবান জানিয়েছেন। কেউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য তিনি বিএনপি ও তার অংগ সংগঠনের সকল নেতা কর্মী এবং এলাকার সকলের প্রতি অনুরোধ করেন।
মিরপুরের উপ-পুলিশ কমিশনার “মাহমুদুল হাসান”,মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা “গিয়াস উদ্দিন” তারা পুলিশকে জনগনের বন্ধু ভেবে এলাকার সকলকে সচেতন হয়ে মাদক ও সন্ত্রাসী মুক্ত সমাজ করার লক্ষ্যে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তারা আরো বলেন বিট পুলিশিং সফল করতে ও অপরাধ মুক্ত দেশ গড়তে আপনাদের সচেতনতা ও আপনাদের সহযোগিতার কোনো বিকল্প নেই।