কোম্পানীগঞ্জ বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুবদল নেতা ইউনুস আলী ওরফে এরশাদ মাঝিকে হত্যাকান্ডের ঘটনা ভিন্নখাতে নেয়া তথা মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবদুল হক শাহজাহান ও তার ভাই কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মানছুরুল হক বাবরকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মুছাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে।

সাংবাদিক সম্মেলনে হাফেজ শাহজাহান ও মানছুরুল হক বাবর বলেন, নিহত এরশাদ মাঝির ভগ্নীপতি আলমগীর আওয়ামীলীগের রাজনীতির সাথে। সে দীর্ঘ ১৭ বছর গুচ্ছ ইজারা ঘাট দখল করে আছে। জলদস্যু নিজাম ডাকাতের সাথে আলমগীরের বনিবনা না হওয়ায় আমাদের দলের যুবদলের নেতা এরশাদ মাঝি নিজাম ডাকাত ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মমভাবে খুন হয়েছে।আলমগীর এ খুনের দায় আমাদের ওপর চাপাচ্ছে। কেউ যদি প্রমান করতে পারে আমরা এ হত্যাকান্ডের সাথে বিন্দু মাত্র জড়িত,তাহলে আমরা পুরো পরিবার বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিব। আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। বাংলা বাজারের ব্যাংক রোডে মুছাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম,বিএনপি নেতা মোঃ বেলাল,লাবলু খান। যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন মুহিত, ওমর ফারুক শামীম, সাহাব উদ্দিন, আলী আজগর বাবলু,মোঃ বাহাদুর,মোঃ ইউনুস,মোঃ মহিউদ্দিন, আবু হোরায়রা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *