উপমহাদেশের কিংবদন্তি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শোক র্যালি, আলোচনা সভা, সেমিনার, তবারক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়।
যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, ভাসানী অনুসারী পরিষদ, টাঙ্গাইল প্রেস ক্লাব, গণঅধিকার পরিষদ, সালাম পিন্টু মুক্তি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানানো শেষে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান শাকিল বলেন, যে সংস্কারগুলো রাষ্ট্রে মৌলিক প্রয়োজন, সেগুলোর সঙ্গে গণঅধিকার পরিষদ ঐক্যমত। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সুজন আহমেদ।
টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে স্মরণসভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আপনারা সংস্কার করেন। কিন্তু এমন সময় নেবেন না, যাতে মানুষ ধৈর্যহারা হয়। সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কথিত স্বৈরাচার আওয়ামী লীগ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কদর করে নাই। কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন।
বরিশালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। সংগঠনের জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. মিজানুর রহমান। জয়পুরহাটের পাঁচবিবিতে ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. মনোয়ার চৌধুরী মেরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু।
মওলানা ভাসানী