ঢালিউড অভিনেত্রী পরীমনি রাজধানীর একটি শপিংমলে শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন। উদ্বোধন করতে গিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। একপর্যায়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান এ অভিনেত্রী।
সেই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, শোরুম অনুষ্ঠানে নিরাপত্তাকর্মী, আয়োজক ও দর্শকদের মাঝে বিশৃঙ্খলা থেকে হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে আয়োজক ও পরীমনিকে উদ্দেশ করে দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীমনি দ্রুত স্থান ত্যাগ করেন। এরপরে এক ফেসবুক স্ট্যাটাসে পুরো আয়োজনে বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন এ অভিনেত্রী।
গত শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও অভিনেতা ডি এ তায়েব। এ সময় তাকে দেখার জন্য সেখানে ভিড় জমান অনেকে সিনেমাপ্রেমীরা। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকান মালিকরা। এটি কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।
একে তো ছোট জায়গা, তারপর দর্শকদের চাপ। একপর্যায়ে স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। সেখান থেকেই শুরু হয় হট্টগোল। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয় কিন্তু তা আরও অবনতির দিকে যায়।
দর্শকরা অভিনেত্রীকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরীমনিকে বলতে শোনা যায়— আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটি কিন্তু আমার ওপরও পড়ছে।
এ অভিনেত্রী আরও বলেন, আমার সঙ্গে কখনো এমন ঘটেনি। প্লিজ আপনারা শান্ত হন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এখানে। আপনাদের জন্যই আজ আমি এখানে এসেছি। আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন। আপনারা প্লিজ কারও প্রতি ক্ষোভ, কারও প্রতি অভিমানে বিশৃঙ্খলা করবেন না।
তবু থামেননি দর্শকরা। ‘অনেক হয়েছে’ বলে পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন ভক্তরা। এরপরই স্টেজ ছেড়ে সেখান থেকে চলে যান এ অভিনেত্রী।
এ ঘটনা নিয়ে গত শনিবার রাতে এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। যেখানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের উদ্দেশে তিনি লিখেছেন—যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব। সুষ্ঠু ও সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।