ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি বর্তমানে তার নানাবাড়ি বরিশাল অবস্থান করছেন। নানার মৃত্যুবার্ষিকী পালন করতে তিনি ছেলে ও মেয়েকে নিয়ে সেখানে গিয়েছেন। গিয়ে জানতে পারেন তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। হঠাৎ এমন দুর্ঘটনা তাকে ভীষণ কষ্ট দিয়েছে। তবে মন ভালো করা একটি ঘটনা ঘটল তার নানাবাড়ির উঠানে। সেই ভিডিও পোস্ট করেছেন তার সামাজিক মাধ্যমে।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) শীতের আবহে পরীমণি একটি ভিডিও প্রকাশ করেছেন তার ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে স্কুলগামী শিক্ষার্থীরা বাড়ির উঠানে ভিড় জমিয়েছে।
প্রিয় নায়িকাকে এক নজর দেখার জন্য তারা স্কুল থেকে ছুটে এসেছেন। পরীমণি তাদেরকে মজার ছলে বলছেন, তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?
তারপর তাদেরকে বিকেলে আসার কথা বলেন অভিনেত্রী। তার কথাই বিকেলে আবারও চলে আসে তারা। সবার সঙ্গে একে একে সেলফি তুলতে দেখা যায় পরীমণিকে।
ছবি তোলার পর্ব শেষ হলে পরীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায়ও জানাই।
অভিনেত্রী সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’
সঙ্গে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।
একজন অনুসারী ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, ‘চমৎকার একটা ভিডিও আপু অনেক ভালো লাগছে আপনাদের।’
অন্য একজন লিখেছেন, ‘অসাধারণ একটা ভিডিও, নতুনদের জন্য সর্বদা ভালোবাসা ও শুভকামনা রইল।’
প্রসঙ্গত, বাল্য বিয়ে হয়েছিল পরীমণির। তার সাবেক স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) মারা গেছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আর ২৩ নভেম্বর পরীর জন্য বেদনার। কারণ এদিন দিবাগত রাতে তিনি হারিয়েছেন তার নানা শামসুল হক গাজীকে।