বিজেপি’র ছাত্রী সমাজ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হলেন খায়রুন নেসা শাহী

স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়- সাইমুর রহমান: একজন সফল কর্পোরেট নারী খায়রুন নেসা শাহী। সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি ‘বিজেপি’র রাজনীতির সাথে যুক্ত হয়েছেন তিনি। ওকালতি পড়াশোনার পাশাপাশি বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন শাহী।

গত ১২ই নভেম্বর কেন্দ্রীয় সমাজ ছাত্রী আহ্বায়ক কমিটি ঘটন করেছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র দল বাংলাদেশ জাতীয় পার্টি ‘বিজেপি’। এতে খায়রুন নেসা শাহী কে আহ্বায়ক ও ফারজানা কোহিনূর কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় আন্দালিব রহমান পার্থ।

সম্প্রতি আরজে নিরব’র একটি ইন্টারভিউতে নিজেদের অবস্থান এর কথা তুলে ধরেন বিজেপি’র ছাত্রী সমাজ’র আহ্বায়ক খাইরুন নেসা শাহী। সেই ইন্টারভিউ’র কিছু অংশ রীতিমতো নেটিজেনদের প্রসংশায় ভাসছে।

খায়রুন নেসা শাহী বলেন, বিজেপির ছাত্রী সমাজ দেশ ও দেশের মানুষের জন্য সুষ্ঠু ভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা নোংরা রাজনীতি করতে আসিনি। ইন্টারভিউতে ভারতকে নিয়ে শাহী বলেন, আমাদের দেশের অধঃপতনের মূল কারণ হচ্ছে ভারত কেন্দ্রী হয়ে যাওয়া। ভারত যখন যা চায় আমরা সব দিয়ে দিচ্ছি। এটা আর হতে দেওয়া যাবে না। আমরা সুষ্ঠু ধারার রাজনীতিতে বিশ্বাস করি।

সেই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *